বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (০১ অক্টোবর) ভোরে গুলিবিদ্ধ হন তিনি।
জানা গিয়েছে, নিজের রিভলভার থেকেই গুলি লাগে তাঁর পায়ে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত, ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি তিনি।
গোবিন্দের ম্যানেজার শশী সিংহ সংবাদ সংস্থাকে বলেন, ‘‘গোবিন্দ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে ব্যক্তিগত পিস্তলটি তিনি তুলে রাখতে যান। তখন হাত থেকে মাটিতে পড়ে গিয়ে গুলি চলে। ওঁর পায়ে গুলি লেগেছে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বার করতে সক্ষম হয়েছেন। এখন উনি অনেকটাই ভাল আছেন। হাসপাতালেই রয়েছেন।’’
সংবাদসংস্থা সূত্রে খবর, আনুমানিক ভোর ৪. ৪৫ মিনিটে অঘটন ঘটে। ৬০ বছরের অভিনেতা নিজের কাছে লাইসেন্সপ্রাপ্ত রিভলবার রাখেন। কলকাতায় রওনা দেওয়ার আগে দেখতে গিয়ে হাত থেকে পড়ে যায় সেটি। গুলি ছুটে এসে লাগে পায়ে। যন্ত্রণায় লুটিয়ে পড়েন গোবিন্দ। তবে তাঁর পরিবারের পক্ষ থেকে বিশদে এখনও কিছু জানানো হয়নি। সূত্র-আনন্দবাজার।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ, ভর্তি হাসপাতালে https://corporatesangbad.com/484377/ |