সূচকের পতনে লেনদেন শেষ

Posted on September 30, 2024

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫ টি কোম্পানির ১৭ কোটি ৯০ লক্ষ ৫ হাজার ৪৫৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫০৩ কোটি ৯০ লাখ ৪১ হাজার ৪১ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩৩.৬১ পয়েন্ট কমে ৫৬২৪.৫০ ডিএস-৩০ মূল্য সূচক ৯.৫৭ পয়েন্ট কমে ২০৫৩.৩৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.৩৭ পয়েন্ট কমে ১২৬৩.৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রগতি লাইফ ইন্সুঃ, জিপি, এমজেএল বিডি, ব্র্যাক ব্যাংক, এসআইবিএল, সোনালী আঁশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, ইসলামি ব্যাংক, জিআইবি, ইবনে সিনা ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- শাহাজীবাজার পাওয়ার, সেলভো কেমিক্যাল, খান ব্রাদার্স পিপি, রহিম টেক্সটাইল, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক মি. ফা., সিলকো ফার্মা, টেকনো ড্রাগ, মেট্রো স্পিনিং, কাট্টালি টেক্সটাইল ও চাটার্ড লাইফ ইন্সুঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ডেসকো, এসআইবিএল, আইসিবি অগ্রনী ব্যাংক মি. ফা., জিআইবি, ডিবিএইচ ১ম মি. ফা., ইন্দোবাংলা ফার্মা, লিন্ডে বিডি, ইসলামিক ফাইন্যান্স, অলিম্পিক এক্সেসরীজ ও রেনউইক যজ্ঞেশ^র।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৮৩৪১১৬১২৬০২৩.০০।