ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৪ আগস্ট ছাত্র-জনতার উপর গুলি বর্ষণের ঘটনায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনিকে ঢাকায় আটক করেছে র্যাব।
রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গত ৪ আগস্ট ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ময়মনসিংহ নগরীর সি কে ঘোষ রোড এলাকায় ছাত্র-জনতার উপর গুলি বর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া একটি ভিডিও চিত্র দেখে গুলি বর্ষণকারী হিসেবে তাকে চিহ্নিত করা হয়। এরপর থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায় আইনশৃংখলা বাহিনী। পরে তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়।
অনি ময়মনসিংহ কোতোয়ালী থানার মামলার পলাতক আসামি ছিল। র্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ময়মনসিংহের ছাত্রলীগ নেতা অনি ঢাকায় আটক https://corporatesangbad.com/484220/ |