সিরাজগঞ্জ প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদকে (স:) ভারতীয় পুরোহিতের কটুক্তির প্রতিবাদে এনায়েতপুর থানা ওলামা পরিষদের আয়োজনে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সকল শ্রেনি পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।
এনায়েতপুর থানা ওলামা পরিষদের সভাপতি হাফেজ আব্দুর রাজ্জাক মহাসমাবেশে সভাপতিত্ব করেন। এসময় এনায়েতপুর থানা ওলামা পরিষদের সহ সাধারন সম্পাদক মাও: মোতালেবুর রহমান সাঈদী, সহ সভাপতি মুফতি রফিকুল ইসলাম, সেক্রেটারি মাও: আব্দুল গফুর, প্রধান উপদেষ্টা হাফেজ মুফতি আঃ রউফ বক্তব্য রাখেন। মহাসমাবেশ পরিচালনা করেন এম এম আনোয়ারুল হক, মাও: নূর আলম সাহেব ও মাও: ওমর ফারুক মোল্লা।
সমাবেশ থেকে ভারতীর পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রায়ের ফাসির দাবি সহ ভারতীয় পন্য বর্জনের হুশিয়ারি দেয়া হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মহানবী (স:) কটুক্তির প্রতিবাদে এনায়েতপুরে ওলামা পরিষদের মহাসমাবেশ https://corporatesangbad.com/484187/ |