আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন সাবিনা খাতুন নামের এক মধ্যবয়সী নারী।
রবিবার (২৯ সেপ্টেম্বর) অনুমানিক বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী সাবিনা আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি গ্রামের বাসিন্দা।
সাবিনা খাতুন অভিযোগ করে বলেন, মাজার ব্যাথা নিয়ে রবিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে এসেছিলাম। এ সময় একজন নারী আমাকে হাসপাতালের পুরনো ভবনে নিয়ে যান। এরপর বিভিন্ন কথা বলে আমাকে নিয়ে আসেন চুয়াডাঙ্গা পৌরসভার পাশে। সেখানে প্রলোভন দেখিয়ে আমার কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেন এই নারী। পরে আমি জ্ঞান হারানোর অবস্থা হলে স্থানীয়রা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতাল চত্বরে কাঁদতে কাঁদতে সাবিনা খাতুন বলেন, এই অবস্থায় বাড়ীতে গেলে আমার পুত্রবধু আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। এতে দিশেহারা হয়ে পড়েন তিনি।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, এমন কোন ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চুয়াডাঙ্গায় দিনেদুপুরে নারীর কানের স্বর্ণের দুল ছিনতাই https://corporatesangbad.com/484116/ |