বিনোদন ডেস্ক : ২০০৪ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ছবি ধুম। মুক্তি পেয়েই চারিদিকে ধুম মাচিয়ে দিয়েছিল। যশ রাজ ফিল্মসের সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ধুম ৪-এর কে মুখ্য চরিত্রে থাকবে, এ নিয়ে বহু অভিনেতার নাম উঠে এসেছে। এই ছবির সিরিজে আকর্ষণীয় ব্যাপার হল, এতে খলনায়কই মুখ্য চরিত্র। অবশেষে জানা গেল, 'ধুম' ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবিতে দেখা মুখ্য চরিত্রে থাকবেন রণবীর কাপুর।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ৪২-এ পা রাখলেন রণবীর। এদিনই জানা গেল, রণবীরের সঙ্গে আলোচনা দীর্ঘ সময় ধরে চলছে। প্রথম থেকেই ধুম ফ্র্যাঞ্চাইজির অংশ হতে চেয়েছিলেন রণবীর। আদিত্য চোপড়ার মতে, ধুম উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদর্শ পছন্দ হল রণবীর। ভিলেনের ভূমিকায় দেখা যাবে তাঁকে। আর এটিই হবে নায়কের ২৫তম ছবি। এখন অবশেষে ফ্র্যাঞ্চাইজির মূল চরিত্র নিশ্চিত করা হয়েছে।
সূত্র আরও জানিয়েছেন, ‘ধুম ফোর’ বর্তমানে প্রি-প্রোডাকশন স্টেজে আছে। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিনেমাটি নির্মাণ করা হবে। দর্শক এমন কিছু দেখবে যা আগে দেখেনি কেউ।
ধুম-এ একটি ধূসর চরিত্রে অভিনয় করেছিলেন জন আব্রাহাম। এর দুইবছর পর, ২০০৬ সালে এই ছবির উত্তাপ বা প্রতাপ আরও বেড়ে যায়। কারণ, ছবিতে ছিলেন হৃতিক রোশন এবং ঐশ্বর্য রাই। ২০১৩ সালে আমির খানের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি আরও বাড়তে থাকে এবং তারপর থেকে, সম্ভাব্য কাস্টিং নিয়ে ক্রমাগত কথাবার্তা চলছে। ২০২৫ সালের শেষের দিকে শুরু হবে ‘ধুম ফোর’ এর শুটিং। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে।
প্রসঙ্গত, রণবীরের আগে এই ছবিতে মুখ্য চরিত্রের জন্য নাম উঠে এসেছিল শাহরুখ খানের। যদিও এ প্রসঙ্গে কোনওদিন কোনও মন্তব্য রাখেননি কিং খান। সূত্র-জিনিউজ।
আরও পড়ুন:
১১ অক্টোবর মুক্তি পাচ্ছে কুসুমের ‘শরতের জবা’
ছাত্র-জনতার আন্দোলনে জামায়াত ছিল না এই কথা কে বলেছে, প্রশ্ন ফারুকীর
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ধুম ৪-এ ভিলেন রণবীর https://corporatesangbad.com/484062/ |