ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় বাস ও সিএনজির সংঘর্ষে হোসনে আরা বেগম (৪২) নামের এক এনজিও কর্মী ঘটনাস্থলে নিহত হয়েছে। এ দূর্ঘটনায় তার স্বামী ও সন্তানসহ ২ জন আহত হলে তাদের হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত এনজিও কর্মী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রৌহা গ্রামের আতিকুর রহমানের স্ত্রী ও শেরপুর জেলার সদর উপজেলায় ব্র্যাকের আর্বাণ শাখায় কর্মরত।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দার কাকনী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
থানা সূত্রে জানা গেছে, নিহত এনজিও কর্মী হোসনে আরা বেগম সপরিবারে কর্মস্থলে শেরপুর যাওয়ার পথে তাদের পরিবহনকারী সিএনজিটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ঘটনাস্থলেই হোসনে আরা বেগম নিহত হন।একই সাথে তার ১২ বছরের ছেলে রাফি ও স্বামীও আহত হলে তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা পুলিশের এসআই মো.হাদীস উদ্দিন জানান, দুর্ঘটনায় নিহত হোসনে আরার লাশ থানা হেফাজতে আনা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
তারাকান্দায় বাস-সিএনজির সংঘর্ষে এনজিও কর্মী নিহত, আহত ২ https://corporatesangbad.com/483970/ |