শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: ভারত থেকে ফিল্মি স্টাইলে পিকআপ চালিয়ে বাংলাদেশ-ভারতের সীমান্ত গেট ভেঙে বাংলাদেশে প্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার দিনগত রাত ২টায় সাতক্ষীরায় ভোমরা বন্দরের জিরো পয়েন্টে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- ভারতের উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউন থানার গৌরাঙ্গনগর এলাকার সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার(৩৯) ও একই এলাকার বিধু সরকারের ছেলে দিলু সরকার(২০)।
বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মো. আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, শুক্রবার গভীর রাতে একটি ভারতীয় (WB -25-M-4037) নম্বরের একটি পিকআপ ঘোজাডাঙায় ভারতীয় বিএসএফ এর নিরাপত্তা বেষ্টনী এবং বিজিবির ক্রসিং গেট ভেঙে বাংলাদেশে প্রবেশ করে।
এতে ক্রসিং গেট সহ ৩টি রোড ডিভাইডার, ১টি মোটরসাইকেল ও একটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। পিকআপটির চালক ও হেলপার মদ্যপান অবস্থায় থাকাকালে এ ঘটনা ঘটায়। এ সময় তাদেরকে আটক করা হয় এবং ভারতীয় পিকআপটিকেও জব্দ করা হয়।
পরে আটককৃত পিক-আপের চালক ও হেলপারকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে শনিবার সকালে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সীমান্তের গেট ভেঙে বাংলাদেশে প্রবেশ, আটক ২ https://corporatesangbad.com/483962/ |