আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে ৩১ বস্তা সরকারি চাল জব্দ করেছে সদর থানা পুলিশ। এ সময় কামাল হোসেন (৫০) নামে এক অটোরিকশা চালককে আটক করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেনগর গ্রামের পাঞ্জরভাঙ্গা থেকে ৩১ বস্তা চালসহ তাকে আটক করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, সদর উপজেলার গাজিরখামার থেকে ১৬ বস্তা চাল অটোরিক্সা বোঝাই করে অটোচালক কামাল হোসেন চান্দের নগর গারোভিটা নিয়ে যায়। সেখান থেকে আর কিছু বস্তা চাল ডিলারের নির্দেশে বাকারকান্দা নিয়ে যাওয়ার পথে পাঞ্জরভাঙ্গা এলাকায় স্থানীয়রা আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালের ৩১ টি বস্তায় প্রায় ১৫শ কেজি চাল সহ অটোরিকশা চালককে আটক করে।
এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চালসহ একজন কে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শেরপুরে সরকারি চাল জব্দ, আটক ১ https://corporatesangbad.com/483920/ |