তিমির বনিক, স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হক ইলিয়াসি দিনারকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতের ২টার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগের কাশেম নগর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
যুবলীগ নেতা দিনারকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম।
স্থানীয় সূত্র জানিয়েছে, সিলেট মহানগর যুবলীগ নেতা দিনার উপজেলার দক্ষিণভাগের কাশেম নগরের একটি বাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয় লোকজন টের পেয়ে শুক্রবার মধ্যরাতে ওই বাড়িটি ঘেরাও করে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে বড়লেখা থানায় নিয়ে যায়।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ৫আগস্টের পর থেকে আত্মগোপনে সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল হক ইলিয়াসি দিনার। ভারতীয় চিনি চোরাচালানকাণ্ড নানা অপরাধ কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি। পুলিশ কর্তার ভাই হিসেবে অপরাধ জগতে প্রচণ্ড দাপট ছিল তার। ছাত্র-গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর সিলেটের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। পরে বড়লেখা থানা পুলিশ সিলেট নগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিনার আটক https://corporatesangbad.com/483914/ |