রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজানে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল এক শিক্ষার্থীর। শুক্রবার দিবাগত রাত ১ টায় নোয়াপাড়া কলেজের পাশে কাপ্তাই সড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম তৌহিদুল ইসলাম ইফতি (২১)। তিনি রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সামবলীর বাড়ির প্রয়াত আইয়ুব আলীর ছেলে।
জানা যায়, নোয়াপাড়ার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে রাত ১টায় এক বন্ধুসহ মদুনাঘাটের দিকে যাচ্ছিলেন। পথে কাপ্তাই সড়কের নোয়াপাড়া কলেজ এলাকায় গেলে একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইফতিকে মৃত ঘোষণা করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রাউজানে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর https://corporatesangbad.com/483911/ |