আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুর গ্রামের আরিফের স্ত্রী চায়না খাতুন (৩৭) ও জীবনননগর উপজেলার দত্তনগর ফার্ম এলাকার ইদ্রিস মিয়ার ছেলে রাজা মিয়া (২০)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন মো. জাহাঙ্গীর সহ সেনাবাহিনীর ৩৯ জন সদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১২ সদস্যের একটি টিম শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে দর্শনা থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় দর্শনা পৌর এলাকার মহাম্মদপুর বাসস্ট্যান্ডে চায়না খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে চায়না খাতুন ও রাজা মিয়াকে ২৮০ বোতল ফেনসিডিল সহ আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা সহ তাদের দু'জনকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিলসহ আটক ২ https://corporatesangbad.com/483908/ |