উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে গৌরব বিশ্বাস (২০) নামে এক কলেজ ছাত্র বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত গৌরব বিশ্বাস নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের সুব্রত বিশ্বাসের ছেলে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির বিদ্যুৎ হঠাৎ বন্ধ হয়ে গেলে মিটারের সঙ্গে সরবরাহ লাইনের সংযোগ চেক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় গৌরব বিশ্বাসের। এরপর বিদ্যুতের ঝটকায় ছিটকে গিয়ে ঘর পাশে টিউবয়ের উপর গিয়ে পড়ে মাথায় আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এ অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন। নিহত গৌরব বিশ্বাস সে গোবরা মিত্র মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে হাসপাতালে যায়, তবে পরিবারের কোন অভিযোগ না থাকার কারণে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু https://corporatesangbad.com/483862/ |