অতিরিক্ত ডিআইজি হলেন ৪৭ পুলিশ সুপার

Posted on September 26, 2024

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৪৭ জন কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গত মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি কথা জানানো হয়।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) এটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

পদোন্নতি পাওয়া ৪৭ কর্মকর্তার মধ্যে ১২ জন জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উল্লেখযোগ্য কর্মকর্তারা হলেন-আলী আকবর খান, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. মিজানুর রহমান, আবু সালেহ মোহাম্মদ গোলাম মাহমুদ, নাজমুল হোসেন, আশিক সাইদ, ড. মো. আল মামুনুল আনছারী, মোহাম্মদ আবদুল মাবুদ, মোহাম্মদ ফয়জুল কবির।

পদোন্নতি পাওয়া ৪৭ কর্মকর্তার তালিকা দেখতে এখানে ক্লিক করুন।