বগুড়ায় বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ

Posted on September 26, 2024

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সদর উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর বিপুল পরিমান চাল জব্দ করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের রহমতবালা নামাপাড়া এলাকায় একটি বাড়ি থেকে চালগুলো জব্দ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার।

অভিযান পরিচালনাকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার বলেন, ‘সরকারের খাদ্যবান্ধবে বিপুল পরিমান চাল অবৈধভাবে মজুদ করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রহমানবালা এলাকার মৃত রমজান আলীর ছেলে সালেক মিয়ার বাড়ীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ‌ সময় সালেকের বাড়ী তল্লাশি চালানো হলে দুইটি ঘর থে‌কে ২০০ বস্তা চাল জব্দ ক‌রা হয়।’

উপজেলা সহকারী কমিশনার আরো বলেন, ‘অভিযান চলাকালে বাড়ীর মালিক সালেক উপস্থিত না থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আর এসব ব্যবসার কোন মহল জড়িত তা পুলিশ তদন্তের মাধ্যমে পুলিশ আইনগত ব্যবস্থা নেবেন।’

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, গতকাল রাতে ভ্যান করে সরকারি বস্তাসহ চালগুলো সালেক তার বাড়িতে নিয়ে আসেন। পরে রাতেই তা সরকারি বস্তা থেকে বের করে অন্য বস্তায় তুলে বাড়ীর দুইটি ঘরে রেখে দেন। সালেক একটি মহলের সহায়তায় ও অর্থে সরকারি চাল কেনা বেচা কর‌ছে। হতদ‌রিদ্রদের মা‌ঝে বিতরণ করা চালসহ সরকা‌রের বি‌ভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল কি‌নে কা‌লোবাজা‌রি করার জন্য ঘ‌রে মজুত ক‌রে রেখেছে। যা প‌রে সেখা‌ন থে‌কে ট্রাক‌যো‌গে দে‌শের বি‌ভিন্ন খাদ্য গোডাউন ও চা‌লের ডিলার‌দের কা‌ছে বি‌ক্রি কর‌তেন। অভিযানে খাদ্য কর্মকর্তা এবং জেলা পুলিশ সহয়তা করেন।