পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির দুই উদ্যোক্তা ও পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক এস. এম. মাহবুবুল আলম ৬০ লাখ শেয়ার হস্তান্তর করবেন। এই উদ্যোক্তা পরিচালক তার স্ত্রী জাকিয়া সুলতানার কাছে উল্লেখিত শেয়ার হস্তান্তর করবেন।
এছাড়া, কোম্পানির একজন পরিচালক এস.এম. মঞ্জুরুল আলম উভি তার পিতা এস.এম নুরুল আলম রেজভীকে (কোম্পানির একজন উদ্যোক্তা পরিচালক) ৬৮ লাখ ৫৭ হাজার ১৪২টি এবং তার মা সুলতানা পারভেন লাকিকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) ৫১ লাখ ৪২ হাজার ৮৫৮টি শেয়ার হস্তান্তর করবেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কোম্পানির এই দুই উদ্যোক্তা ও পরিচাল এসব শেয়ার উপহার হিসেবে হস্তান্তর সম্পন্ন করবেন। যা গত ২৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ওয়ালটনের দুই উদ্যোক্তা-পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা https://corporatesangbad.com/483741/ |