গাজীপুর প্রতিনিধি: বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তির প্রতিবাদে গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর ১ নং গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী নতুন বাজার পল্লী বিদ্যুৎ হয়ে পূনরায় বিসিক ১ নং গেটের সামনে এসে শেষ হয়।
কটুক্তির নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, মানবতার শ্রেষ্ট মহামানব হযরত মোহাম্মদ (সাঃ) কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পৃথিবীর কোন ধর্মই অন্য ধর্মকে কটুক্তি করতে শেখায়না। যারা এসব করে তারা উগ্র। এসব ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান শিক্ষার্থীরা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নবীকে নিয়ে কটুক্তি, প্রতিবাদে গাজীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ https://corporatesangbad.com/483688/ |