সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ

Posted on September 25, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭ টি কোম্পানির ২৫ কোটি ৭৫ লক্ষ ৬০ হাজার ৫৫৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৯৬ কোটি ৯৩ লাখ ৭ হাজার ২২৫ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৪১.৪৫ পয়েন্ট কমে ৫৭৩৬.৫১ ডিএস-৩০ মূল্য সূচক ১৪.৪১ পয়েন্ট কমে ২০৯৫.০৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫.০৭ পয়েন্ট বেড়ে ১২৯৩.২০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ৩৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ব্র্যাক ব্যাংক, ইসলামি ব্যাংক, জিপি, এসআইবিএল, সোনালি আঁশ, ইবনে সিনা ফার্মা, স্কয়ার ফার্মা, বিএটিবিসি, এমজেএল বিডি ও রবি এক্সিয়াটা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইসলামি ব্যাংক, এসআইবিএল, গ্রামীণ স্কীম-২ মি.ফা., ইসলামিক ফাইন্যান্স, আইএফআইএল ইসলামিক মি. ফা-১, শেফার্ড ইন্ডাঃ, তৌফিকা ফুড, প্রাইম ফাইন্যান্স ১ম মি. ফা., ডেফোডিল কম্পিউটারস ও বিএসসি।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফু-ওয়াং ফুড, প্যারামাউন্ট ইন্সুঃ, নাভানা ফার্মা, সিএনএ টেক্স, ক্রিষ্টাল ইন্সুঃ, নিউ লাইন, মেট্রো স্পিনিং, কেডিএস এক্সেসোরিজ, ইয়াকিন পলিমার ও আমান ফীড।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৮৯২৭২৬৮০২৯৮৩.৪০।