সিংগাইরে নদীতে সাঁতার শেখাতে গিয়ে বাবা-মেয়ে নিখোঁজ

Posted on September 25, 2024

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছেন বাবা ও মেয়ে। নিখোঁজ বাবা ব্যবসায়ী মোঃ মহিদুর রহমান (৫৫) এবং মেয়ে রাফসা (১২)।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে ধলেশ্বরী নদীর খেয়া ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ বাবা মেয়েও কৃষ্টপুর গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ইসতিয়াক আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী মহিদুর রহমান তার ১২ বছরের মেয়েকে সাঁতার শেখাতে বাড়ির পাশের নদীতে যান। এসময় পেটে দুটি বোতল বেঁধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। কিছু সময় পর বোতলের মুখ খুলে পানি ঢুকলে তলিয়ে যায় রাফসা। অতঃপর মেয়েকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন বাবা মহিদুরও। খবর পেয়ে সকাল ১০টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ১০জন এবং ডুবুরি দলের ৫ সদস্য তাদের উদ্ধারে কাজ করছেন।

আরিচাস্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান মো. জাহিদুর রহমান জানান, উদ্ধার কাজ অব্যাহত আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।