মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ছেলের মোটরসাইকেল থেকে ট্রাকের নিচে পড়ে হায়াতুন নেছা (৫০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার জার্মিত্তা ইউনিয়নের হাতনী এলাকার শাকিব পিন্টুর বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত হায়াতুন নেছা উপজেলার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী গ্রামের আলী হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, হায়াতুন নেছা ছেলের সাথে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি বিন্নাডাঙ্গী হতে চান্দহর এলাকায় মায়ের সাথে দেখা করার জন্য বিকাল ৫ টার দিকে রওনা হন। পথিমধ্যে হাতনী এলাকার শাকিব পিন্টুর বাড়ির সামনে পৌছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে পাশাপাশি দুটি ট্রাক আসতে ছিলো। হঠাৎ তাদের সাইট দিতে গেলে মোটরসাইকেলের পিছন থাকা হায়াতুন নেছা সড়কে ছিটকে পরে। এসময় পিছনের ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এদিকে স্থানীয়রা ট্রাকসহ চালক আটক করে পুলিশে সোর্পদ করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় মায়ের মৃত্যু https://corporatesangbad.com/483544/ |