কর্পোরেট সংবাদ ডেস্ক : বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গায়েবী মামলা করার ক্ষেত্রে দায়ীদের চিহ্নিত করতে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার রিটটি করেছেন।
গায়েবী মামলা করার ক্ষেত্রে দায়ীদের আইনের আওতায় আনতে এবং মামলায় ক্ষতিগ্রস্তদের জন্য তদন্ত কমিশন কর্তৃক ক্ষতিপূরণ নির্ধারণের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজি ও র্যাবের ডিজিসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গায়েবী মামলার ক্ষেত্রে দায়ীদের চিহ্নিত করতে কমিশন গঠনে হাইকোর্টে রিট https://corporatesangbad.com/483396/ |