পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমাণে লেনদেন। তবে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ২১ কোটি ১৯ লক্ষ ২৫ হাজার ৭২৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭১৮ কোটি ৬৩ লক্ষ ১ হাজার ২৭৭ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৭.৫৭ পয়েন্ট বেড়ে ৫৭৭৭.৯৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১২.৪৯ পয়েন্ট বেড়ে ২১০৯.৪৫ পয়েন্ট এবং এসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৪.৩০ পয়েন্ট বেড়ে ১২৮৮.১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ২৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- জিপি, ব্র্যাক ব্যাংক, লিন্ডে বিডি, ইবনে সিনা ফার্মা, ইসলামি ব্যাংক বাংলাদেশ, এ´ী ল্যাব্রেটোরিজ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, রবি অজিহাটা, ট্যাকনো ড্রাগ ও ইউনিলিভার কনজিউমার।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- গ্রামীন ১: স্কীম ২, ইসলামি ব্যাংক বাংলাদেশ, বীকন ফার্মা, তমিজুদ্দীন টেক্সটাইল, ইবনে সিনা ফার্মা, ডিবিএইচ ১ম মি. ফা., আইসিবি গোল্ডেন জুবিরী মি. ফা., হাইডেলবার্গ মেটেরিয়েলস, দেশ গার্মেন্টস ও রহিম টেক্সটাইল।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- খান ব্রাদার্স পিপি, নিউ লাইন ক্লথিং, ওরিয়ন ইনফিউশন, অ্যাপলো ইস্পাত, গ্লোবাল হেভী কেমিক্যাল, আইসিবি সোনালী ব্যাংক ১ম মি. ফা., খুলনা প্রিন্টিংয়, আইসিবি ইসলামি ব্যাংক, শাইনপুকুর সিরামিক ও অ্যাক্টিভ ফাইন।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৪৩৭০১৯৯১০২২.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের উত্থানে লেনদেন শেষ https://corporatesangbad.com/483394/ |