হামাসের রকেট হামলায় ২২ ইসরায়েলির মৃত্যু, আহত ৫৪৫

Posted on October 7, 2023

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা চালিয়েছে হামাস। মাত্র ২০ মিনিটে গাজা থেকে ৫ হাজার রকেট হামলা চালানো হয়। এতে ২২ ইসরায়েলি নাগরিকের মৃত্যু হয়েছে। আহত ৫৪৫ জন। ইসরায়েলের সরকারি দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসি

ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে রকেট হামলার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে তিনি বলেন, ‘ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। এতে আমরা জিতব।’

তিনি আরও বলেন, এ ঘটনায় শত্রুদের এমন মূল্য দিতে হবে যে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টও বলেছেন, হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। সেনারা সব জায়গায় শক্রর বিরুদ্ধে লড়াই করছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেমে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ইসরায়েলি বসতিতে হামাস যোদ্ধারা ঢুকে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, হামাস বাহিনী ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে পড়েছে। তারা ক্রমাগত গুলি চালিয়ে যাচ্ছে। 

এদিকে হামাসের এ হামলায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, হামলা কোনো সমাধান নয়।  

কর্পোরেট সংবাদ/এএইচ