ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় ৩০০ পিস কম্বলসহ তামীম হোসেন (২৪) ও রাসেল মিয়া (২২) নামে দুই যুবককে আটক করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে কিলো-১০ ডিউটিতে নিয়োজিত ফুলপুর থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নব যোগদানকারী ওসি মো. আব্দুল হাদীর দিক-নির্দেশনায় এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ফুলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বর এলাকায় চেক পোস্ট বসান। পরে একটি কার্ভাডভ্যান চেক করার সময় ভারতীয় ৩০০ পিস কম্বলসহ গাড়িতে থাকা আসামি মো. তামীম হোসেন ও মো. রাসেল মিয়াকে আটক করে পুলিশ।
আটককৃত তামীম হোসেন মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন বাজার এলাকার মৃত সোহেল হোসেনের ছেলে এবং রাসেল মিয়া কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ভাটিয়া মোড়লপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।
ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদী এ সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদের নামে মামলা রুজু করা হয়েছে। সোমবার বিকালে তাদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ফুলপুরে ভারতীয় ৩'শ পিস কম্বলসহ আটক ২ https://corporatesangbad.com/483361/ |