শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: অবৈধভাবে ভারতে প্রবেশকালে সাতক্ষীরা সীমান্ত থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতে সীমান্তের কালিয়ানী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আশাশুনি উপজেলার কামালকাটি গ্রামের উদয় কান্তি বাহারের ছেলে উৎসব নারায়ন বাহার (২৭), অরবিন্দু বাছাড়ের ছেলে শুভ বাহার (২৪) ও গণেশ চন্দ্র মন্ডলের ছেলে উত্তম মন্ডল (২০)। আটককৃতদের ব্যাগ তল্লাশী করে ১টি ল্যাপটপ ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে ।
এদের মধ্যে উৎসব নারায়ন বাহার এর শ্বশুর বাড়ি ভারতের ২৪ পরগণার পাচুরিয়া গ্রামে। বর্তমানে তার স্ত্রী ভারতে অবস্থান করছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের কালিয়ানী মন্ডলপাড়া থেকে ভারতে যাওয়ার সয়ম তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ভারতে চাকুরীর উদ্দেশ্যে তারা ভারতীয় পাচারকারী শুধয় বাসক (৪৫) এর মাধ্যমে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক তিনজনকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, সাতক্ষীরার কলারোয়ার চান্দুড়িয়া সীমান্তে বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাতক্ষীরায় অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৩ বাংলাদেশি আটক https://corporatesangbad.com/483357/ |