ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যুৎপৃষ্ট হয়ে রানা মিয়া (১৮) নামের একাদশ শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রানা মিয়া উপজেলার বানিহালা ইউনিয়নের বারইপাড়া গ্রামের কামাল হোসেনের পুত্র এবং ফুলপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ীতে মর্টারের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায় রানা মিয়া।
নিহতের চাচা আলমগীর কবীর জানান,নিজ বাড়ীতে থাকা মর্টারের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রানা।
তারাকান্দা থানা পুলিশের এসআই লিটন চন্দ্র পাল জানান, থানা পুলিশের এসআই আঃ মোতালেবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকল ধরণের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
তারাকান্দায় বিদ্যুৎপৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু https://corporatesangbad.com/483265/ |