মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযান এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
হারবাং পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শেখ মোঃ ফরিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী পিপিএম ও এএসআই সোলেমান খানসহ একদল পুলিশ রবিবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে হারবাং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোহাম্মদ মনিরুল ইসলাম ছোটন(৪৫) নামের একজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ মনিরুল ইসলাম ছোটন দ্রুত বিচার আইনে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
মোহাম্মদ মনিরুল ইসলাম ছোটন (৪৫) চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নোয়া পাড়া এলাকার কবির আহম্মদ মেম্বারের ছেলে বলে জানা গেছে।
চকরিয়া হারবাং পুলিশ ফাঁড়ির পরিদর্শক শেখ মো:ফরিদ বলেন, আসামীকে সাজা পরোয়ানা মূলে আদালতে সোপর্দ করা হইবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চকরিয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার https://corporatesangbad.com/483018/ |