বিনোদন ডেস্ক : দীর্ঘ ১০ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পাকিস্তানি সিনেমা। পাকিস্তানি সংবাদমাধ্যম খালিজ টাইমস বলছে, আগামী ২ অক্টোবর ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’।
পাকিস্তানসহ বিশ্বের অন্যান্য দেশে ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ ২০২২ সালে মুক্তি পেয়েছিল। সে সময় ভারতেও মুক্তি পাওয়া কথা ছিল সিনেমাটি। শেষ পর্যন্ত তা আর হয়নি। প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন অজানা নয়। দুই দেশের বিনোদন অঙ্গনেও সে প্রভাব স্পষ্ট। ভারতে পাকিস্তানি সিনেমার প্রদর্শনী বন্ধ করা হয়েছিল। অবশেষে দুই বছর পর ভারতের প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।
ভারতে ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ মুক্তির খবর নিশ্চিত করে ইনস্টাগ্রামে পোস্ট করেন সিনেমাটির পরিচালক বিলাল লাশারি। বিলাল ইনস্টাগ্রামে লেখেন, ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ আগামী ২ অক্টোবর ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে। পাকিস্তানে এই সিনেমা মুক্তির দুই বছর পেরিয়ে গেছে। যদিও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ঘরে ঘরে এই সিনেমা দেখা হয়। এখন আমরা ভারতের পাঞ্জাবি দর্শকদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায়। আশা করি তারা এই সিনেমার ম্যাজিক উপভোগ করতে পারবেন।
‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ সিনেমাটি ১৯৭৯ সালের পাকিস্তানি ক্ল্যাসিকাল সিনেমা ‘মওলা জাট’-এর রিমেক। সিনেমার গল্প মূলত গ্যাং লিডার নুরি নাট ও স্থানীয় নায়ক মাওলা জাটের মধ্যকার দ্বন্দ্বকে ঘিরে। পাকিস্তানের পাশাপাশি বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি। প্রশংসা কুড়িয়েছে সমালোচকদেরও। আরও অভিনয় করেছেন হামজা আলী আব্বাসী, হুমাইমা মালিক প্রমুখ।
ভারতে সিনেমাটির মুক্তি ভারতীয় দর্শকদের অত্যন্ত উৎসাহী ও উত্তেজিত করে তুলেছে। কারণ দীর্ঘ সময় পর আবার বড় পর্দায় কোনো পাকিস্তানি সিনেমা দেখার সুযোগ পাওয়া যাবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
১০ বছর পর ভারতের প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা https://corporatesangbad.com/482956/ |