স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৫১৫ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক ভারত। ৪ উইকেটে ২৮৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে রোহিত শর্মারা। এতে চেন্নাই টেস্ট জয়ের জন্য ৫১৫ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। ইনিংস ঘোষণার সময় ১১৯ রানে গিল ও ২২ রানে অপরাজিত ছিলেন রাহুল।
এই ম্যাচ জিততে হলে বিশ্ব রেকর্ড করতে হবে বাংলাদেশকে। এই রান তাড়া করতে বাংলাদেশের হাতে রয়েছে ১০ উইকেট এবং পুরো আড়াই দিন। সময় থাকলেও বাংলাদেশকে জিততে হলে টেস্ট ক্রিকেটের ইতিহাস এবং পুরোনো সব রেকর্ড ভেঙে ফেলতে হবে।
শনিবার (২১ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ৬৪ ওভারে স্কোরবোর্ডে ২৮৭ রান তুলেছে ভারত। সেঞ্চুরি হাঁকিয়েছেন দুই ব্যাটার শুভমান গিল ও রিশাভ পন্থ। ভারতের হয়ে সর্বোচ্চ ১১৯ রানের ইনিংস খেলেন গিল।
দ্বিতীয় দিনশেষে ৩০৮ রানের লিড নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে ভারত। দিনের শুরু থেকেই সাবলীল ব্যাটিংয়ে বাংলাদেশকে চাপে রাখেন দুই ব্যাটার পন্থ-গিল। মাঝে তাদের আউট করার সুযোগ পেয়েছিল বোলররা। তবে, সহজ ক্যাচ ছেড়ে বিপদ বাড়ান ফিল্ডাররা।
প্রায় দুই বছর পর টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি তুলে নিলেন রিশাভ পন্থ। ৮২ রান নিয়ে লাঞ্চে যাওয়া পন্ত দ্বিতীয় সেশনের চতুর্থ ওভারে সাকিব আল হাসানের বলে ২ রান নিয়ে পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। পন্থ সেঞ্চুরি করেছেন ঝড়ো গতিতে। আক্রমণাত্মক হতে গিয়ে অবশ্য উইকেটও বিলিয়ে দিতে হয়েছে তাকে। মিরাজের বলে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান এই ব্যাটার। ১২৭ বলে ১০৯ রানের ইনিংস খেলেন পন্থ।
এরপর সেঞ্চুরি তুলে নেন গিল। সফরকারীদের নির্বিষ বোলিং ছাপিয়ে বড় সংগ্রহের পথে ভারত। এরইমধ্যে লিড পাঁচশ ছুঁইছুঁই। রিশাভ পন্থের পর সেঞ্চুরি তুলে নিয়েছেন শুভমান গিল। ১৫১ বলে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিলেন এই ডানহাতি ব্যাটার।
এর আগে প্রথম ইনিংসে ৩৭৬ রান করে ভারত। জবাবে বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ১৪৯ রানে। বাংলাদেশকে ফলোঅন করানোর সুযোগ থাকলেও তা করেনি ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন নিজেরাই।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বাংলাদেশকে ৫১৫ রানের টার্গেট দিলো ভারত https://corporatesangbad.com/482935/ |