গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাই কারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানাধীন মিতালী ক্লাব এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হল- আমবাগ এলাকার আক্কাস মিয়ার ছেলে মো: একলাছ, নূর হোসেনের ছেলে অন্তর ও চান মিয়ার ছেলে মো: আবু সাইদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কামরুল ইসলাম নামের এক ব্যবসায়ী কে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে, মিতালী ক্লাব এলাকার একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে এবং সাথে থাকা মোবাইল ফোন ও টাকা নিয়ে অজ্ঞাত এক ছিনতাইকারী পালিয়ে যায়।
পরে কামরুলের চিৎকার শুনে এলাকাবাসী ছিনতাইকারীদের হাতেনাতে ধরে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে।
এই ঘটনায় কামরুলের স্ত্রী শিউলি সুলতানা বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি এজাহার দায়ের করেন। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু, একটি লোহার পাইপ ও একটি বাশে লাঠি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জিএমপি কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার https://corporatesangbad.com/482892/ |