পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭ টি কোম্পানির ১৫ কোটি ৮১ লক্ষ ৮৩ হাজার ২১৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৯৪ কোটি ৭৭ লাখ ৫ হাজার ৯৮৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৪১.১৪ পয়েন্ট বেড়ে ৫৭৩৫.২৭ ডিএস-৩০ মূল্য সূচক ২৯.৪৬ পয়েন্ট বেড়ে ২১০৬.৪৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১২.১৩ পয়েন্ট বেড়ে ১২৫৭.৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- জিপি, সোনালি আঁশ, অরিয়ন ইনফিউশন, লিন্ডে বিডি, সী পার্ল, ইবনে সিনা ফার্মা, সোনালি পেপার, খান ব্রাদার্স পিপি, অরিয়ন ফার্মা ও ব্র্যাক ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এসকে ট্রিমস, সোনালি লাইফ ইন্সুঃ, আইসিআইসিএল, রবি এক্সিয়াটা, সী পার্ল, জিপি, বিএসসি, বীকন ফার্মা, সোনালি পেপার ও ইসলামি ব্যাংক।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- হামি ইন্ডাঃ, অরিয়ন ইনফিউশন, অরিয়ন ফার্মা, বিবিএস কেবলস, নিউ লাইন, নাহী অ্যালুমিনিয়াম, উত্তরা ফাইন্যান্স, সুহৃদ ইন্ডাঃ, বিডি থাই ও মাইডাস ফাইন্যান্স।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৫৫৭১৬১৯৬১০৪.৩০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের উত্থানে লেনদেন শেষ https://corporatesangbad.com/482793/ |