সাপ্তাহিক আগ্রহের শীর্ষে দেশবন্ধু পলিমার

Posted on October 6, 2023

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৭টির বা ১০.২২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে দেশবন্ধু পলিমারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দেশবন্ধু পলিমারের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২.৫০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৯.৮০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৭.৩০ টাকা বা ৩২.৪৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে দেশবন্ধু পলিমার ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে- লিবরা ইনফিউশনের ২৪.২৪ শতাংশ, এমবি ফার্মার ১৫.১৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ১৪.৩০ শতাংশ, ন্যাশনাল টি’র ৭.৯৬ শতাংশ, বিচ হ্যাচারির ৭.২৬ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৬.২৫ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৫.১৩ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫.০৩ শতাংশ এবং রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.০১ শতাংশ বেড়েছে।