মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা কারাগার থেকে পলাতক ৩০ বছরের সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি ফিরোজ মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব–১৪। ফিরোজ মিয়া শ্রীবরদীর কলাকান্দার ফটো মিয়ার ছেলে।
সোমবার ভোরে শেরপুরের শ্রীবরদীর কলাকান্দা এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে কারাগারের বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন হয় এবং সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫১৮ জন হাজতি ও কয়েদি পালিয়ে যায়। এরপর থেকে জেল পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-১ জামালপুরের একটি দল আজ ভোরে শ্রীবরদীর কলা কান্দায় অভিযান চালিয়ে ফিরোজ মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি শেরপুর কারাগার থেকে পলাতক ৩০ বছরের সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি।
এ বিষয়ে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃত কয়েদি ঘটনার দিন অন্যান্য কয়েদিদের সঙ্গে কৌশলে কারাগার থেকে পালিয়ে যান। এরপর শেরপুর জেলাসহ আশপাশের বিভিন্ন জেলায় আত্মগোপনে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তারের পর শ্রীবরদী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শেরপুরে ৩০ বছরের সাজাপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার https://corporatesangbad.com/482489/ |