ময়মনসিংহ ব্যুরো: মযয়মনসিংহের গফরগাঁওয়ে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। রোববার (১৫ সেপ্টম্বর) বিকেল ৪ টার দিকে ময়মনসিংহ-গফরগাঁও খানবাহাদুর ইসমাইল (কেবি রোড) সড়কের বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া বটতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বটতলা এলাকার মৃত মোঃ রেদোয়ানের ছেলে মোঃ আলফাজ উদ্দিন (২০) ও মোঃ আবদুল কাদিরের ছেলে মোঃ আকাশ (১৫)।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার ধলাবাজার থেকে মোটরসাইকেলে করে দুইবন্ধু মোঃ আলফাজ উদ্দিন ও মোঃ আকাশ চারিপাড়া গ্রামে নিজ বাড়িতে ফেরার পথে চারিপাড়া বটতলা এলাকায় ময়মনসিংহগামী অ্যাম্বুলেন্সের সাথে মোটরসাইকেলের মখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোঃ আলফাজ উদ্দিনের মত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় মোটর সাইকেল আরোহী মোঃ আকাশকে গফরগাঁও হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় দূর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি ছিটকে সড়কের পাশের মৎস্য খামারে পড়ে যায়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। গফরগাঁও থানায় লাশ দু’টি আনা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গফরগাঁওয়ে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত https://corporatesangbad.com/482446/ |