কর্পোরেট ডেস্ক: সম্প্রতি বাংলাদেশের অন্যতম সেরা বেসরকারী বাণিজ্যিক ব্যাংক দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং লর্ডস-ইংলিশ মিডিয়াম স্কুল ব্যাংকের প্রধান কার্যালয় ইকবাল সেন্টারে একটি চুক্তিপত্র স্বাক্ষর করে।
এই চুক্তির অধীনে প্রিমিয়ার ব্যাংকের সকল কর্মকর্তা এবং গ্রাহকদের সন্তানদের স্কুল ভর্তি ফি, সিকিউরিটি ডিপোজিট এবং প্রশাসনিক খরচ ১০০% মওকুফ করা সহ মাসিক টিউশন ফিতেও বিশেষ ছাড় দিবে লর্ডস স্কুল।
ব্যাংকের এসইভিপি ও কনজ্যুমার ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ শামীম মোর্শেদ এবং লর্ডস-ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ সিফাত লাইলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এসইভিপি ও কর্পোরেট লায়াবিলিটি বিভাগের প্রধান আব্দুল বাতিন চৌধুরী, ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস বিভাগ প্রধান মো. তারেক উদ্দিন, ইভিপি ও আইটি বিভাগ প্রধান মো. সাব্বির হাসান চৌধুরী এবং লর্ডস স্কুলের রুমানা আক্তার সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
প্রিমিয়ার ব্যাংক ও লর্ডস-ইংলিশ মিডিয়াম স্কুলের মাঝে চুক্তি স্বাক্ষর https://corporatesangbad.com/482378/ |