সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়ে মোক্তার মিয়া (৫০) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার তালেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোক্তার মিয়া ওই এলাকার হযরত আলী ফকিরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহিদুল ইসলাম।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মোক্তার মিয়া উপজেলার তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা গ্রামের মুসা ও মালেকের সেচের মোটর চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়। পরে তিনি স্থানীয় লোকজনের গণপিটুনিতে গুরুতর আহত হয়। এরপর এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিংগাইরে গণপিটুনিতে চোরের মৃত্যু https://corporatesangbad.com/482240/ |