উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের দুই ভাই হত্যা ঘটনাস্থল পরিদর্শন করলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ক্রাইম ম্যানেজমেন্ট জয়দেব চৌধুরী।
জানা গেছে, নড়াইলের চর মল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি'র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় মিরান শেখ (৪২) ও জিয়াউর শেখ (৩৭) নামের আপন দুই ভাই নিহত হয়েছে এবং অপর ইরান শেখ (৩৫) গুরুত্বর আহত হয়ে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় খুলনা রেঞ্জের মাননীয় ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম নির্দেশনায় উজ্জ্বল রায়, নড়াইল জেলা
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) উক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন জয়দেব চৌধুরী বিপিএম (সেবা), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), খুলনা রেঞ্জ, খুলনা। এ সময় অতিরিক্ত ডিআইজি নিহত পরিবার এবং ঘটনার সময় উপস্থিত প্রত্যেক্ষদর্শীদের সাথে কথা বলেন এবং দ্রুত আসামি গ্রেফতারের নিশ্চয়তা প্রদান করেন।
এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইলসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নড়াইলে দুই ভাই হত্যার ঘটনাস্থল পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি https://corporatesangbad.com/482182/ |