ফ্রা লুকা ডি প্যাসিওলি’র ‘পার্টিকুলারিস ডি কম্পিউটিস এট স্ক্রিপচার্স’ (এ্যাকাউন্টিং বুকস্ এ্যান্ড রেকর্ডস) এর অধ্যাপক জেরেমি ক্রিপসকৃত ইংরেজি অনুবাদ থেকে বঙ্গানুবাদ

Posted on September 14, 2024

এন জি চক্রবর্তী
(পূর্ব প্রকাশিতের পর) ৩৬তম অংশ

দ্বিতীয় ভাগ।
ঊণত্রিশ অধ্যায়।
বছর পরিবর্তন।

বছর শেষের ব্যালেন্স টানার আগেই যদি বছর শেষ হয় তখন এন্ট্রি দেয়ার ক্ষেত্রে কি করণীয়।

বছর শেষ হওয়ার আগেই যদি বানিজ্যিক বছর শেষ হয়, তবে বছর শেষের লেজার ব্যালেন্স টানার আগেই লেজারে নুতন বছরটি লিখতে হয়। পনের অধ্যায়ে লেজারের মাথায় বছর লেখার কথা বলা হয়েছিল। তার ব্যতয় ঘটিয়ে যদি বছরের মাঝখানে বানিজ্যিক বছর শেষ হয় তাহলে কি করতে হবে। যদি সে রকম ঘটেই তাহলে বাঁ দিকের কলামে যেখানে তারিখ লেখার নিয়ম সেখানেই নুতন বছরটি লিখতে হবে। এর ফলে পরের এন্ট্রিগুলো আপনা আপনি নুতন বছরের বুঝাবে।

অন্যরকম ইচ্ছা না থাকলে বছরের শেষে লেজার ব্যালেন্স টানুন। ব্যবসায়ে এটা খুবই গুরুত্বপূর্ণ। কথায় বলে, ’পাকা হিসাবই পাকা বন্ধুত্বের নিশ্চয়তা দেয়’। সেজন্যই সব পার্টিকে হাল নাগাদ যার যার ব্যালেন্স জানিয়ে দেয়া ভাল। (চলবে)