ময়মনসিংহে মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা

Posted on September 12, 2024

ময়মনসিংহ ব্যুরো : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক সংসদ সদস্য বিএনপিনেত্রী রুমিন ফারহানাকে নিয়ে মানহানিকর মন্তব্য করায় ময়মনসিংহ আদালতে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় মহানগর মহিলা লীগের সহ-সভাপতি ও মহানগর কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ শামীমা আক্তারকে (৪৫) একমাত্র আসামি করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের জেলা ও দায়রা জজ সাইবার ট্রাইবুনাল আদালতে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বুলবুল আহমেদ সজীব বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আরিফুল ইসলাম সোহাগ জানান, সাইবার নিরাপত্তা আইনে বাদী এই মামলাটি দায়ের করেছেন।

তিনি আরও জানান, ২০২২ সালের ২৪ ডিসেম্বর আসামি শামীমা আক্তার বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক সংসদ সদস্য বিএনপিনেত্রী রুমিন ফারহানার বিরুদ্ধে কুরুচিপূর্ণ, মানহানিকর, মিথ্যা, ভুয়া ও অশালীন মন্তব্য করেন। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে বিএনপির ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হয়েছে।

মামলার বাদী মো. বুলবুল আহমেদ সজীব এ বিষয়ে বলেন, মানহানির অভিযোগে বিজ্ঞ আদালতে আমি এই মামলাটি দায়ের করেছি। আশা করছি আমি ন্যায় বিচার পাবো।