বগুড়ায় রাইচ ব্রান্ড তেলের রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে নিহত ৪

Posted on September 12, 2024

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে রাইচব্রান্ড তেলের রিজার্ভ ট্যাংক বিস্ফোরনে চারজন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর এলাকায় মজুমদার প্রোডাক্টস লিমিটেড নামের রাইচ ব্রান্ড তেল উৎপাদন কারখানায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে ইমরান হোসেন (৩২) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার অফিসার কলোনীর আব্দুর খালেকের ছেলে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছে।

তিনি জানান, মজুদদার প্রোডাক্টস লিমিটেড নামের ওই কারখানায় ৫০ ফুট উচ্চতার রিজার্ভ ট্যাংকে তেল সংরক্ষন করা ছিল। চারজন শ্রমিক ট্যাংকে চূড়ায় বৈদ্যুতিক ওয়েলডিং মেশিন দিয়ে মেরামতের কাজ করছিলেন। এমন সময় রিজার্ভ ট্যাংকটি বিস্ফোরণ হলে চারজন শ্রমিকের দেহ ঝলসে যায় এবং তারা নিচে পড়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করে।

ওসি আরো বলেন, নিহতদের নাম পরিচয় সংগ্রহ করে পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।