তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের বসবাসের জন্য নির্মাণ হচ্ছে ৭তলা বিশিষ্ট আধুনিক ভবন। নিরাপদ বসবাসের ব্যবস্থা করতে সাবেক পৌর মেয়র মহসিন মিয়া মধুর কাছে দাবি জানিয়ে আসছিলেন পরিচ্ছন্নতা কর্মীরা।
এই দাবির প্রেক্ষিতে তৎকালীন মেয়র মহসিন মিয়া মধু একটি ভবন নির্মাণের আবেদন করেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ে। মন্ত্রণালয় বিষয়টি আমলে নিয়ে ৭তলা বিশিষ্ট আধুনিক একটি ভবন নির্মাণের উদ্যোগ নিলে গত মঙ্গলবার ৯ই সেপ্টেম্বর ভবন নির্মাণের আনুষ্ঠানিক কাজ শুরু হয়। ভবনের কাজটি বাস্তবায়ন করবেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
শ্রীমঙ্গল পৌরসভার সহযোগিতায় নির্মাণাধীন কাজের গুণগতমান ঠিক রাখার লক্ষ্যে সার্বক্ষণিক তদারকিতে থাকবেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খাঁন। এ ব্যাপারে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধুর সার্বিক প্রচেষ্টায় পরিচ্ছন্নতা কর্মীদের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে। এটি পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুর প্রশংসনীয় উদ্যোগ। উনার ভালো চিন্তা-চেতনার প্রতিফলন ঘটেছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খাঁন জানান, মেয়রের দায়িত্ব থাকাকালে মহসিন মিয়া মধুর আবেদনের প্রেক্ষিতে ভবনটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এর কাজও ইতিমধ্যে শুরু হয়েছে। এই কাজে শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃপক্ষ আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন। আশা করছি সঠিক সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করা হবে। তিনি জানান, কাজের গুণগতমান ঠিক রাখতে আমরা এবং পৌর কর্তৃপক্ষ সার্বক্ষণিক তদারকিতে থাকবে। যাতে করে বসবাসযোগ্য গুণগত মান সঠিক ভাবে রক্ষা করে কাজটি সুসম্পন্ন হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা কর্মীদের ৭তলা আধুনিক ভবন নির্মাণ কাজ শুরু https://corporatesangbad.com/482033/ |