গাজীপুর প্রতিনিধি : তৈরি পোশাক কারখানায় অস্থিরতা কিছুতেই কাটছে না। বেতন বৃদ্ধসহ নানা দাবিতে প্রতিদিনই বিভিন্নস্তানে অসন্তোষ চলছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) টঙ্গীতে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান।
এসময় তিনি বলেন, ৫ আগস্টের পর বহু শিল্প মালিক দেশ থেকে পালিয়ে গেছেন। এ কারণে সেসব ফ্যাক্টরিতে বেতন পরিশোধ হচ্ছে না। যেকারণে অসন্তোষ থামছে না। তিনি বলেন, শ্রমিক কখনও তার কর্মস্থলে আগুন দিতে পারে না, বাইরের অপশক্তিতে এসব হচ্ছে।
গোয়েন্দা তথ্যের কথা উল্লেখ করে সচিব বলেন, স্থানীয়ভাবে জুট ব্যবসার দ্বন্দ্বে পোশাক কারখানার শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে, এ কারণে শিল্প নগরীতে অসন্তোষ কাটছে না।
পৃথিবীর কোনো উন্নত দেশ শ্রমিক অধিকার একশতে একশ নিশ্চিত করতে পারেনি। আমাদের এখানে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব না। শ্রমিকদের অনেক দাবি যৌক্তিক মালিকরা চাইলে পূরণ করতে পারেন। আবার কিছু দাবি এখনই বাস্তবায়ন যৌক্তিক না। ন্যূনতম মজুরি এখনই দ্বিগুন করার দাবি বাস্তবসম্মত কিনা, সেটাই আমার প্রশ্ন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শ্রমিক কখনও তার কর্মস্থলে আগুন দিতে পারে না: শ্রম সচিব https://corporatesangbad.com/482030/ |