আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চাঁদাবাজি মামলায় চুয়াডাঙ্গা সদর উপজেলারগোপালবাড়ি মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে শহরের বেলগাছি রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বিশ্বজিৎ সাহা সদর উপজেলার কুকিয়াচাঁদপুর গ্রামের সন্তোষ সাহা'র ছেলে।
পুলিশ জানায়, গত ২৪ জুন সদরের গাড়াবাড়িয়া গ্রামের আফজাল হোসেনের কাছে চাঁদা চেয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর চালায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাসহ ৬ জন। এসময় আফজাল হোসেনকে মারধরও করা হয়। ওই ঘটনায় গত ২৭ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন আফজাল হোসেন। ওই মামলার প্রধান আসামী বিশ্বজিৎকে গ্রেফতার দেখানো হয়েছে।
তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বেলা ১২ টার দিকে বেলগাছি রেলগেট এলাকায় ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে সাধারণ জনগণ উত্তম মধ্যম দেয়। পরে সাধারণ জনগণই পুলিশের সাথে যোগাযোগ করে বিশ্বজিৎ সাহাকে পুলিশের কাছে তুলে দেয়।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা গ্রেফতার https://corporatesangbad.com/482026/ |