সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Posted on September 10, 2024

কর্পোরেট ডেস্ক: ভার্চুয়াল প্ল্যাটফর্মে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর নতুন পরিচালনা পর্ষদের সাথে ৯ সেপ্টেম্বর ব্যাংকের বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম, এফসিএমএ। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মিসেস মাকসুদা বেগম, মোঃ আনোয়ার হোসেন, এফসিএ এবং মোঃ মোরশেদ আলম খন্দকার। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ ও উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অন্যান্যের সাথে যুক্ত ছিলেন সকল শাখার অপারেশন ম্যানেজার, জিবি ইনচার্জ, ফরেন ট্রেড ইনচার্জ, ইনভেস্টমেন্ট ইনচার্জ, ক্যাশ ইনচার্জগণ এবং উপশাখাসমূহের ইনচার্জবৃন্দ।

সভায় ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম ব্যাংকের সম্মানিত গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যাংকের প্রতি তাঁদের অকুন্ঠ আস্থা ও ভালোবাসার জন্য। গ্রাহকদের ধৈর্যশীলতার ভূঁয়সী প্রশংসা করে তিনি গ্রাহকদের আমানতের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে বলে আশ্বস্ত করেন। তিনি আরও বলেন, প্রতিকূলতার মধ্যেও শাখা উপশাখার সকল কর্মকর্তা যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন তা প্রশংসনীয়। তিনি বলেন নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্বে সোশ্যাল ইসলামী ব্যাংকে সুশাসন ফিরে আসবে এবং ব্যাংকটি খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে।