গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে চাঁদা না দেওয়ায় এক বাজার ইজারাদারকে মারধরের অভিযোগ উঠেছে। গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার সিএন্ডবি বাজারের হাশেম মার্কেটে অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ইজারাদার আজিজুল হককে মারপিট করা হয়। এ ঘটনায় স্থানীয় নাজমুল ইসলাম, অন্তর, আশিক, শান্তসহ ১০ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন আজিজুল।
এদিকে মামলা করার পরও আসামিরা গ্রেফতার না হওয়ায় নিরাপত্তা শঙ্কিত আজিজুল ও তার পরিবার। বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, শ্রীপুর পৌরসভা থেকে তিনি সিএন্ডবি বাজারের ইজারা নিয়েছেন চলতি বছরের পহেলা বৈশাখ থেকে ২০২৫ সালের পহেলা বৈশাখ পর্যন্ত। এতদিন তিনি শান্তিপূর্ণভাবে বাজারের টাকা আদায় করলেও গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর অভিযুক্তরা তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গত সোমবার অভিযুক্তরা আজিজুল হক এবং তার ছেলে জুনাইদকে মারধর করেন। ওরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শ্রীপুরে চাঁদা না দেওয়ায় ইজারাদারকে মারধর, থানায় মামলা দায়ের https://corporatesangbad.com/481880/ |