পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ১৬ কোটি ৩৫ লক্ষ ৯৫ হাজার ২০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৯৩ কোটি ৪৭ লক্ষ ১৪ হাজার ২৬০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৪৭.৪৫ পয়েন্ট কমে ৫৭৩৯.০৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৯.৮৫ পয়েন্ট কমে ২১১৩.২৫ পয়েন্ট এবং কমে এসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৯.৬২ পয়েন্ট কমে ১২২৭.৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ২৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ব্র্যাক ব্যাংক, অগ্নী সিস্টেম, ইবনে সিনা ফার্মা, জিপি, আইএফআইসি ব্যাংক, সী পার্ল বীচ, মিডল্যান্ড ব্যাংক, এমজেএল বিডি, বঙ্গজ ও শাহাজিবাজার পাওয়ার।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- শাইনপুকুর সিরামিক, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ফার্মা, কেপিসিএল, ইউনাইটেড পাওয়ার, ইবনে সিনা ফার্মা, শাহাজিবজার পাওয়ার, অগ্নী সিস্টেম, গোল্ডেন জুবিলী মি. ফা. ও এনভয় টেক্সটাইল।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফারইস্ট ফাইন্যান্স, এম্বী ফার্মা, রেনউইক যজ্ঞেশ^র, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইউসিবি, নিউ লাইন ক্লথিং, রিলায়েন্স ওয়ান মি. ফা., এমজেএল বিডি, ডেফোডিল কম্পিউটার ও তুং হাই নিটিং।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৯৪৭৪৩৫৯৭৪৯৩৪.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের পতনে কমেছে লেনদেনও https://corporatesangbad.com/481771/ |