গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার চাকরিচ্যুত ও চাকরি প্রত্যাশী পুরুষ শ্রমিকরা। এতে ঘণ্টাখানেকের জন্য ওই মহাসড়কে যানবাহনের চলাচল বন্ধ ছিলো।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস, ও সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কয়েকটি গার্মেন্টসের চাকরিচ্যুত শ্রমিক ও বেকার যুবকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এতে, যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এ ঘটনায় বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ https://corporatesangbad.com/481712/ |