ময়মনসিংহ ব্যুরোঃ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) এ ব্যাপারে দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কী কারণে তাকে বহিষ্কার করা হয়েছে তা অবশ্য প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
তবে, বিভিন্ন সূত্রে কথা বলে জানা গেছে, ক্ষমতার পালাবদলের পর শিল্পাঞ্চল এলাকা হিসেবে পরিচিত ভালুকায় একটি পক্ষ জুট ও শ্রমিক পরিবহনের ব্যবসা হস্তগত করতে তৎপর হয়।
এ ব্যাপারে ভালুকা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের প্যাডে আবেদন করেন সংশ্লিষ্টরা। আবেদনপত্রটি বিভিন্ন শিল্প কারখানায় পাঠানো হয়। আর সেই আবেদনে সুপারিশ করেন বিএনপি নেতা ফখরুদ্দিন বাচ্চু। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে তোলপাড় শুরু হয়।
বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিষয়টি সম্পর্কে অবহিত হন। এরপরই দলের পক্ষ থেকে বাচ্চুর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে।
এ ব্যাপারে ফখরুদ্দিন বাচ্চু বলেন, তিনি নিজে কোনো চিঠি পাননি। তবে বিষয়টি সম্পর্কে তিনি শুনেছেন।
তিনি ঢাকায় গিয়ে দলের হাইকমান্ডের সাথে এ ব্যাপারে কথা বলবেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ভালুকার বিএনপি নেতা বাচ্চু দল থেকে বহিষ্কার https://corporatesangbad.com/481467/ |