পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে কমেছে টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯০টি কোম্পানির ২৫ কোটি ৪২ হাজার ২১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯৩৩ কোটি ৬৩ লক্ষ ১৬ হাজার ৫৯৬ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২৪.৯৫ পয়েন্ট বেড়ে ৫৮২৯.৩৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.১৩ পয়েন্ট বেড়ে ২১২৮.৮৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.২৯ পয়েন্ট বেড়ে ১২৪৫.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৫৫টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বিএটিবিসি, এমজেএল বিডি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, জিপি, শাইনপুকুর সিরামিক, ব্র্যাক ব্যাংক, অগ্নী সিস্টেম, স্কয়ার ফার্মা, বেস্ট হোল্ডিংস ও লংকাবাংলা ফাইন্যান্স।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাব্রেটোরিজ, গ্লোবাল হেভী কেমিক্যালস, ফরচুন সুজ, তৌফিকা ফুডস, স্যালভো কেমিক্যালস, ইউনাইটেড ফাইন্যান্স ও আইসিবি।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- খুলনা পাওয়ার, নিউ লাইন ক্লথিং, মিথুং নিটিং, শাইনপুকুর সিরামিক, বিআইএফসি, এসআইবিএল, ইউসিবি, ইউনিয়ন ব্যাংক, ডেসকো, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭০১৬৭৩৬২৯৩৭৫২.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচক বাড়লেও কমেছে লেনদেন https://corporatesangbad.com/481332/ |