গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের মৌচাক বাস স্টেশন এলাকায় এ মানববন্ধন করা হয়।
মৌচাক বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ পারভেজ জানান, গত কয়েকদিন যাবৎ কতিপয় সন্ত্রাসী লোক মৌচাক বাজার ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবী করে আসছিল। ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকার করলে ৩০ আগষ্ট বিকেলে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী ব্যবসায়ীদের হামলা চালায়। এতে দুইজন ছুড়িকাঘাতসহ অন্তত ৭জন ব্যবসায়ী আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল কয়েকজন শিক্ষার্থীরা উপস্থিত হয়ে বাধা দিলে তাদের উপরও হামলা করে চাঁদা দাবীকারীরা।
এ বিষয়ে কালিয়াকৈর থানায় মৌচাক বাজার ব্যবসায়ী সমিতিরপক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। চাঁদা দাবী কারী ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারসহ বিচারদাবীতে ব্যবসায়ী, শিক্ষার্থী ও স্থানীয়রা মানববন্ধন করেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গাজীপুরে চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন https://corporatesangbad.com/481289/ |